দ্য রিপোর্ট ডেস্ক : চট্টগ্রামে জিম্বাবুয়ে বনাম বিসিবি একাদশের মধ্যকার তিনদিনের প্রস্তুতি ম্যাচটি ড্র হয়েছে। ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ার পর জিম্বাবুয়ের সামনে একটাই করণীয় ছিল, সাদা পোশাকের ক্রিকেটে নামার আগে নিজেদের ঝালিয়ে নেয়া। আর বাংলাদেশের লক্ষ্যটা ছিল পাইপলাইনে থাকা ক্রিকেটারদের পরখ করার। কিন্তু সব ভেস্তে গেল প্রকৃতির খেয়ালের কাছে। বৃষ্টিভেজা তিনদিনের ম্যাচে শেষদিন ড্রয়ে সমাপ্তির আগে দুই দল খেলতে পেরেছে মোটে ৬৬ ওভার। ফলাফল তাই অমীমাংসিত!

টস জিতে বিসিবি একাদশের অধিনায়ক রুবেল হোসেন জিম্বাবুয়েকে প্রথমে ব্যাট করতে পাঠান। ৪৮ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে হ্যামিল্টন মাসাকাদজার দল। বাকিদের সুযোগ করে দিতে অধিনায়ক ব্যাটিং ছেড়েছেন ৩৯ রানে। শন উইলিয়ামসও অবসর গেছেন ২৯ রান করে।

স্বাগতিক বোলাররা মোটামুটি পেরেছেন নিজেদের ঝালিয়ে নিতে। অসুস্থতার কারণে ওয়ানডে সিরিজ খেলতে না পারা পেসার রুবেল হোসেন শূন্য রানে ফিরিয়েছেন ওপেনার ব্রায়ান চারিকে। আরেক পেসার এবাদত হোসেন নিয়েছেন ২উইকেট। উইকেটরক্ষক জাকির হাসান ৩ ওভার হাত ঘুরিয়ে নিয়েছেন এক উইকেট।

খানিকটা ব্যাটিং করার সুযোগ পেয়ে ২ উইকেটে ৫৬ রান তোলে বাংলাদেশ। মূল দলে সুযোগ পাওয়া অলরাউন্ডার আরিফুল হক সুযোগ পেয়েছেন ব্যাটিংয়ের। ওপেনিং নেমে করেছেন মাত্র ৪ রান। ২২ রানে অপরাজিত ছিলেন আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত।

(দ্য রিপোর্ট/একেএমএম/অক্টোবর ৩১,২০১৮)