চট্টগ্রামে ভবনে বিস্ফোরণ, আহত ৫
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় দুই শিশুসহ ৫ জন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আমানবাজারের কাছে খোশাল শাহ বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বাড়িটি ঘিরে রেখেছে।
আহতরা হলেন- রাবিয়া সুলতানা (২১), রুবি আক্তার (১৫), সোনিয়া আক্তার (২৫), তামিম (৩) ও মীম (১)।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম বলেন, আনোয়ার নামে এক ব্যক্তি মঙ্গলবার ওই বাসাটি ভাড়া নিয়েছিল। তার বাড়ি কুমিল্লায়। তিনি ৭-৮ বছর ধরে এখানে ব্যবসা করে আসছিলেন। ঘটনার পর থেকে তাকে পাওয়া যাচ্ছে না।
হাটহাজারী মডেল থানার ইনচার্জ বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্তাদের ঘটনাটি জানানো হয়েছে। আমরা বিষয়টি আরও খতিয়ে দেখছি।
তবে স্থানীয়রা জানান, ওই ভবনে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণ হয়েছে বলে শোনা গেলেও পুলিশ বা স্থানীয়রা সেখানে গিয়ে এর কোনো লক্ষন খুঁজে পায়নি।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০১, ২০১৮)