নির্বাচনের জন্য পার্লামেন্টারি বোর্ডের নাম ঘোষণা করলেন এরশাদ
দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় কার্যক্রম পরিচালনার জন্য দলীয় পার্লামেন্টারি বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করেছেন।
জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ডের অন্য সদস্যরা হলেন- পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সুনীল শুভ রায়, আতিকুর রহমান ও মুজিবুর রহমান সেন্টু।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১১ সদস্য বিশিষ্ট এই বোর্ডে গঠনতন্ত্র অনুসারে পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বোর্ডের চেয়ারম্যান এবং মহাসচিব বোর্ডের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ০১, ২০১৮)