দ্য রিপোর্ট প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টে যোগ দিচ্ছে আরও চারটি দল।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে দলগুলোর যুক্তফ্রন্টে যোগ দেওয়া কথা রয়েছে।

দলগুলো হলো- জেবেল রহমান গাণির বাংলাদেশ ন্যাপ, খন্দকার গোলাম মোর্ত্তুজার এনডিপি, সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদের বিএলডিপি। এছাড়া লেবার পার্টির একাংশ এবং ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর) অংশের কেন্দ্রীয় নেতা ও সাবেক সাংসদ গোলাম রেজা বিকেলে বিকল্পধারায় যোগ দেবেন। দলগুলোর সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ বিষয়ে বুধবার রাতে বারিধারায় জরুরি বৈঠক করেন বি. চৌধুরী। বৈঠকে জেবেল রহমান গাণিসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। এর আগে সন্ধ্যায় বিকল্পধারার প্রেসিডিয়ামের একটি বৈঠক হয়।

গত বছরের ৪ ডিসেম্বর বি চৌধুরীর নেতৃত্বে আ স ম আব্দুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ ও মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্যের সমন্বয়ে ‘যুক্তফ্রন্ট’ জোট ঘোষণা করা হয়। জোট গঠনের পর থেকে কাদের সিদ্দিকীকে এই ব্যানারে কোনো অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায়নি। এরপর গত ১৩ অক্টোবর প্রেসক্লাবে জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশের মধ্য দিয়ে জেএসডি ও নাগরিক ঐক্য যুক্তফ্রন্ট থেকে বেরিয়ে যায়।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ০১, ২০১৮)