প্রধানমন্ত্রী শুক্রবার ময়মনসিংহ যাচ্ছেন
ময়মনসিংহ প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার (২ নভেম্বর) ময়মনসিংহে যাচ্ছেন।
তিনি ১৯৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে সবখানে। ব্রহ্মপুত্র পাড়ের ময়মনসিংহ নগরীকে সাজানো হয়েছে নতুন করে। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বিরাজ করছে উদ্দীপনা।
বিকেল ৩টায় স্থানীয় সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, ‘সভাকে সফল করতে সব ধরনের আয়োজন প্রস্তুতি সম্পন্ন।’
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত বলেন, ‘ময়মনসিংহ বিভাগের ১৯৬টি উন্নয়ন প্রকল্পের ১০৩টির উদ্বোধন ও ৯৩টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
ময়মনসিংহ জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে সামনে রেখে প্রশাসনিক সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’
জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’ এ নিয়ে দফায় দফায় আইন-শৃংখলাবাহিনীর সঙ্গে মতবিনিময় করার কথা জানান তিনি।
প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে দাবি উঠেছে নবগঠিত ময়মনসিংহ বিভাগ ও সিটি করপোরেশনকে নতুন করে সাজানোর।
প্রায় সাড়ে ৫ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে ময়মনসিংহ মহানগরীর সড়ক মহাসড়কে তোরণ, রঙ্গিন ব্যানার ও বিলবোর্ড আর ফেস্টুনের ছড়াছড়ি। অলিগলিতেও শোভা পাচ্ছে শেখ হাসিনার ছবি সম্বলিত নানা পোস্টার। পুরো নগরী এখন সাজ সাজ রব। দেখলেই মনে হবে নতুন সাজে সাজানো হয়েছে শিক্ষা ও সংস্কৃতির নগরী ময়মনসিংহকে।
২০১৩ সালের ৩ জানুয়ারি ময়মনসিংহ সার্কিট হাউস মাঠের জনসভায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চারলেন, ময়মনসিংহ বিভাগ ঘোষণা, পৌরসভাকে সিটি করপোরেশন, শিক্ষাবোর্ড স্থাপন, ময়মনসিংহ হাসপাতালের শয্যা বৃদ্ধি ও বৃহ্মপুত্র নদ খননসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতির বেশির ভাগ বাস্তবায়ন হওয়ায় খুশি ময়মনসিংহবাসী। আর তাই আগামীতেও ময়মনসিংহ বিভাগ ও সিটি করপোরেশনকে নতুন করে সাজানোর দাবি তাদের।
ময়মনসিংহ জেলা গণফোরাম সভাপতি ও জেলা মানবাধিকার সভাপতি এএইচএম খালেকুজ্জামান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া অনেক প্রতিশ্রুতি ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে। নবগঠিত বিভাগ ও সিটি করপোরেশনের দৃশ্যমান উন্নয়ন দেখতে চায় এই অঞ্চলের মানুষ।’
জেলা সিপিবির সভাপতি এমদাদুল হক মিল্লাত বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে সার্কিট হাউস মাঠের জনসভায় প্রধানমন্ত্রী ময়মনসিংহের উন্নয়নে আরও নতুন নতুন প্রকল্পের ঘোষণা দেবেন। বিগত দিনের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়নও দেখতে চাই।’
ময়মনসিংহ নাগরিক আন্দোলনের সভাপতি আনিসুর রহমান খান বলেন, ‘নবগঠিত বিভাগের উন্নয়নে এবং বিভাগীয় শহরকে সাজানোর জন্য মেগা প্রকল্প বাস্তবায়নে জনসভায় প্রধানমন্ত্রী দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন।’
এবার প্রধানমন্ত্রীর কাছে ময়মনসিংহবাসীর প্রধান দাবি হচ্ছে ঢাকা ময়মনসিংহ ডাবল রেললাইন স্থাপন, বিমান বন্দর ও অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা, ময়মনসিংহ হাসপাতালকে ২ হাজার শয্যায় উন্নীতকরণ ও সংষ্কৃতির নগরী হিসেবে ময়মনসিংহকে গড়ে তোলা।
(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ০১, ২০১৮)