লুজারের শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স
দ্য রিপোর্ট প্রতিবেদক: শেয়ারবাজারের লেনদেন বৃহস্পতিবার (০১ নভেম্বর) পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ইউনাইটেড ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বুধবার কোম্পানিটির শেয়ার দর ছিল ২৭.৩০ টাকায়। বৃহস্পতিবার লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়িয়েছে ২৪.৯০ টাকায়। অর্থাৎ ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার দর ২.৪০ টাকা বা ৮.৭৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইর লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো মধ্যে রহিম টেক্সটাইলের ৮.০২ শতাংশ, বীচ হ্যাচারির ৭.৫ শতাংশ, বিডি অটোকার্সের ৪.৯২ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৪.৬০ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৪.৫১ শতাংশ, সাভার রিফ্র্যাক্টরিজের ৪.২৯ শতাংশ, তুংহাই নিটিংয়ের ৪.০৮ শতাংশ, ফ্যামিলিটেক্সের ৩.৭৭ শতাংশ এবং সালভো কেমিক্যালের শেয়ার দর ৩.৬৫ শতাংশ কমেছে।
(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ০১, ২০১৮)