দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপ চেয়ে চিঠি পাঠিয়েছে বাম গণতান্ত্রিক জোট। বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের চিঠি গ্রহন করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রী বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সাইফুল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বাম গণতান্ত্রিক দল চিঠিতে উল্লেখ করেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উদ্ভুত সংকট নিরসনকল্পে প্রধানমন্ত্রী বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করতে আগ্রহী জানতে পেরে আমরা কৃতজ্ঞ।

প্রধানমন্ত্রীর সুবিধামত স্থান, তারিখ ও সময় নির্ধারণ করে আমাদের জানালে জোটের নেতৃবৃন্দ সংলাপে অংশগ্রহণ করবে।

সংলাপে অংশগ্রহনকারী ১৬ সদস্যের বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দরা হলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ও কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও পলিটব্যুরো সদস্য হায়দার আকবর খান রনো, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য শুভ্রাংশু চক্রবর্তী ও আলমগীর হোসেন দুলাল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি ও রাজনৈতিক পরিষদ সদস্য ফিরোজ আহমেদ, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নান্নু ও সম্পাদক মণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও কেন্দ্রীয় কমিটির সদস্য মমিনুর রহমান বিশাল, বাংলাদেশ সমাজতান্ত্রিক আন্দোলনের আহবায়ক হামিদুল হক ও কেন্দ্রীয় কমিটির সদস্য রনজিৎ কুমার।

(দ্য রিপোর্ট/একেএমএম/নভেম্বর ০১,২০১৮)