দ্য রিপোর্ট প্রতিবেদক : গণভবনে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সাড়ে ৩ ঘণ্টার সংলাপে আলোচনা ‘ফলপ্রসূ’ হওয়ার কথা সাংবাদিকদের জানিয়েছেন ফ্রন্টের মূল উদ্যোক্তা কামাল হোসেন।

রাতে গণভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের জিজ্ঞাসায় তিনি বলেন, “ভালো আলোচনা হয়েছে।”

আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে কি আপনি মনে করেন- জবাবে তিনি বলেন, “ফলপ্রসূ হবে।”

অন্যদিকে জোটের সবচেয়ে বড় দল বিএনপির মহাসচিব ফখরুল গাড়িতে ওঠার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “আমরা (আলোচনায়) সন্তুষ্ট নই।”

জাতীয় ঐক্যফ্রন্টের আর কোনো নেতা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাননি।

অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন, “খোলামেলা আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী অখণ্ড মনোযোগ দিয়ে সবার কথা শুনেছেন। একটুও অধৈর্য হননি।”

(দ্য রিপোর্ট/একেএমএম/অক্টোবর ০১,২০১৮)