ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ভাইস-চ্যান্সেলরের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের কর্তব্যরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ভাইস-চ্যান্সেলর ড. রাশিদ আসকারী এমন ঘোষণা দেন।

সভায় প্রক্টর প্রফেসর ড.মাহ্বুবর রহমান বলেন, ‘সুষ্ঠু, সুন্দর ও নিরাপত্তা বলয়ের মধ্যে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে অতিরিক্ত আইন শৃঙ্খলাবাহিনী ও ভ্রাম্যমাণ আদালত নিয়োজিত থাকবে। ভর্তি পরীক্ষায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন যেকোনো ব্যবস্থা গ্রহণ করবেন।’

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. রাশিদ আসকারী বলেন, ‘ভর্তি পরীক্ষায় জালিয়াতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। ছাত্র জীবনের যেকোনো সময়ও যদি অনিয়ম, জালিয়াতি প্রমাণিত হয় তবে যেমনিভাবে ছাত্রত্ব বাতিলের দৃষ্টান্ত আছে ভবিষ্যতেও সেটি অব্যাহত থাকবে। নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।’

উল্লেখ্য, ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৪ তারিখ রবিবার থেকে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.iu.ac.bd) থেকে বিস্তারিত জানা যাবে।

(দ্য রিপোর্ট/একেএমএম/নভেম্বর ০১,২০১৮)