কক্সবাজারে 'বন্দুকযুদ্ধে' নিহত ২
কক্সবাজার প্রতিনিধি: জেলার টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। নিহতরা মাদক কারবারী বলে দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় চারজন পুলিশ আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
উপজেলার সাবরাং উপকূলীয় শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টেকনাফ উপজেলার হ্নীলা পূর্ব সিকদার পাড়ার মৃত তোফাইল আহমদের ছেলে সাদ্দাম হোসেন (৩৫) ও একই উপজেলার সাবরাং পূর্ব সিকদার পাড়ার সোলতান আহমদের ছেলে সাদ্দাম হোসেন (৩০)।
এ ঘটনায় টেকনাফ মডেল থানা পুলিশের এসআই আমির (২৯), কনস্টেবল আব্দু শুক্কুর (২১), মোহাম্মদ সিকান্দর আলী (২৪) ও মেহেদী হাসান (২১) আহত হয়েছেন।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার ভোরে উপজেলার সাবরাং উপকূলীয় খুরের মুখে মাদক কারবারীদের মধ্যে গোলাগুলি হয়। খবর পেয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাসের নেতৃত্বে পুলিশের বিশেষ টিম ঘটনাস্থলে গেলে মাদক চোরাকারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। এক পর্যায়ে মাদক চোরাকারবারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুইজনের গুলিবিদ্ধ লাশ, তিনটি দেশীয় অস্ত্র, ২০ রাউন্ড বুলেট ও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ০২, ২০১৮)