দ্য রিপোর্ট প্রতিবেদক : যুক্তফ্রন্টের সঙ্গে সংলাপের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ যেন নেতৃত্ব বেছে নিতে পারে, সেজন্যই সংলাপ। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চাই। যাতে জনগণ তাদের নেতৃত্ব খুঁজে নিতে পারে। কিভাবে সেই নেতৃত্ব খুঁজে নিতে পারে সেটাই এই সংলাপের লক্ষ্য।

একাদশ জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দল এবং জোটগুলোর সঙ্গে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ক্ষমতাসীন ১৪ দলের চলমান সংলাপের দ্বিতীয় দিনে গণভবনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অনেক ঘাত প্রতিঘাত ও বাধা অতিক্রম করে আমরা গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রেখেছি। জনগণের কল্যাণে কাজ করছি। দেশ এগিয়ে নিচ্ছি। এই উন্নয়নের ধারা অব্যাহত থাকুক, এটাই আমরা চাই। গণতান্ত্রিক ধারা বজায় থাকলে, দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে। আমরা সেই সুযোগ সৃষ্টি করতে চাই। গণতান্ত্রিক ধারা অব্যাহত ছাড়া উন্নয়ন সম্ভব নয়। এ ধারা অব্যাহত থাকুক এবং উন্নয়নের গতি সচল থাকুক।

সংলাপে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছে। অপর দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অংশ নিচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের ২২ সদস্য।

শুরুতে যুক্তফ্রন্টের ১৫ সদস্যের প্রতিনিধি দলের অংশ নেয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ২১ জন অংশ নিচ্ছেন।

গতকাল বৃহস্পতিবার ড. কামাল হোসেনের নেতৃত্বাধী জাতীয় ঐক্যফ্রন্ট গণভবনে সংলাপে অংশ নেয়।

(দ্য রিপোর্ট/একেএমএম/নভেম্বর ০২,২০১৮)