ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদরের তেঁতুলতলা এলাকায় শফিকুল ইসলাম ( ৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে ফরিদপুর নেওয়ার পথে তিনি মারা যান। নিহত শফিকুল ইসলাম ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকার পোটলা তরফদারের ছেলে।

তার এক স্বজন সাংবাদিকদের জানান, রাতে হামদ এলাকায় ওষুধ আনতে যান শফিকুল। এরপর থেকে তার খোঁজ মিলছিলো না। পরে জানা যায় তেঁতুলতলা এলাকায় রাস্তার পাশে গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন শফিকুল।

খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর নেওয়ার পথে মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম বকতিয়ার সাংবাদিকদের জানান, এটা হত্যা না অন্যকিছু, ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৩, ২০১৮)