দ্য রিপোর্ট ডেস্ক: দেখতে দেখতে চলে এসেছে সেই শুভক্ষণ৷ দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গিয়েছে গত শনিবার থেকেই৷ দীপিকা-রণবীরের বিয়ের আগের আচারানুষ্ঠানের কয়েকটি ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ পুজোয় কমলা রঙের সালওয়ার স্যুট পরেছিলেন দীপিকা৷ কানে বড়ো বড়ো ঝুমকো৷ দীপিকার স্টাইলিস্ট শালিনা নাথানি পুজোর সেই ছবি শেয়ার করেন৷ তবে কোনো ছবিতেই রণবীরের দেখা পাওয়া যায়নি৷ তিনি সম্ভবত পুজোয় ছিলেন না বলেই অনুমান করছেন ফ্যানেরা৷

বলিউডের সেরা কাপলদের মধ্যে রণবীর-দীপিকার নাম প্রায় প্রথমেই আসে৷ বহু বছর ধরে নিজেদের সম্পর্ক আড়ালে রেখেছিলেন তারা৷ সংবাদমাধ্যমের হাজারও চেষ্টার পরও রণবীর এবং দীপিকা কখনোই মুখ খোলেননি৷ যদিও পাপারাজ্জি এবং কিছু ফ্যানদের সুবাদে ‘দীপবীর’র কিছু কোজি মোমেন্টস সামনে চলে আসত প্রায়ই৷ মাস খানেক আগেও এক ভক্তের পোস্ট করা ভিডিওতে দেখা যায় হাতে হাত রেখে ঘুরছেন ‘রামলীলা’ কাপল৷

চলতি বছরের শুরু থেকেই তাদের বিয়ের খবর ছড়িয়েছিল চারিদিকে৷ কখনো অগস্ট তো কখনো সেপ্টেম্বর৷ বিভিন্ন মাধ্যম থেকে শোনা যাচ্ছিল নানা রকমের বিয়ের ডেট৷ অবশেষে সবরকম জল্পনা কাটিয়ে নিজেরাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন তাদের বিয়ের ডেট৷ ১৪-১৫ নভেম্বরে গাটছড়া বাঁধতে চলেছেন তারা৷ বলিপাড়ার হট কাপলের বিয়ের ডেট কনফার্ম হতেই শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে৷ তাদের বিয়ের তারিখে কী আর সকলের কৌতূহল থেমে থাকে৷ বিয়ের পুঙ্খানুপুঙ্খ খবর চাই ভক্তদের৷ যেমন বিয়ের ভেনু, দীপিকা-রণবীরের সাজগোজ, অথিতিদের তালিকা আরো অনেক কিছু৷

জানা গিয়েছে, বিয়ের খাবারের মেনু থাকছে ইউনিক ডিশ৷ রণবীর এবং দীপিকা বিয়ের প্রতিটি জিনিস স্পেশাল করার জন্য নামকরা একজন শ্যেফের সঙ্গে যোগাযোগ করেছেন৷ এবং তাকে দিয়ে একটি বন্ডেও সই করিয়ে নিয়েছেন৷ যেখানে লেখা আছে, রণবীর-দীপিকার বিয়েতে যে যে রান্না হবে তার মধ্যে একটা রান্নাও ভবিষ্যতে আর কখনো কোনো বিয়েতে বা অনুষ্ঠানে রিপিট হবে না৷ তাদের বিয়ের প্রত্যেকটি ডিশ হবে এক্সক্লুসিভ৷ স্টার্টার থেকে শুরু করে ডেজার্ট সবই হবে ইউনিক৷

সূত্র: কলকাতা ২৪x৭

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৩, ২০১৮)