বেনাপোল সংবাদদাতা : বেনাপোল পোর্ট থানার পুটখালী ও দৌলতপুর সীমান্তে ভারত থেকে পাসপোর্ট ছাড়া বাংলাদেশে প্রবেশের সময় ৩৪ বাংলাদেশীকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাত ৮টায় তাদের আটক করা হয়।

২৬ বিজিবি লে. কমান্ডার তায়েফ-উল হক জানান, ভারত থেকে অবৈধভাবে পুটখালী ও দৌলতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে তাদের আটক করা হয়। আটকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান, আটকদের যশোর আদালতে পাঠানো হবে। তারা বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে কাজের জন্য ভারতে গিয়েছিল। আটকদের মধ্যে ১৪ নারী, ১৭ পুরুষ ও ৩ জন শিশু। তাদের বাড়ি ঢাকা, নড়াইল, মাগুরা, ফরিদপুর, বাগেরহাট ও মাদারীপুর জেলায়।

(দিরিপোর্ট২৪/এফএস/এএস/নভেম্বর ০৯, ২০১৩)