লুজারের শীর্ষে জিবিবি পাওয়ার
দ্য রিপোর্ট প্রতিবেদক: গত সপ্তাহের (২৮-০১ নভেম্বর) লেনদেনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে জিবিবি পাওয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহে জিবিবি পাওয়ারের শেয়ার দর কমেছে ৩০.০৮ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি দর পতনের শীর্ষ স্থান দখল করেছে।
ডিএসইতে টপ টেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- খুলনা প্রিন্টিংয়ের ১৫.০৪ শতাংশ, বিডি অটোকারেসের ১৩.৮৯ শতাংশ, এক্সিম ব্যাংকের ১১.৮২ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ১১.৬২ শতাংশ, বেক্সিমকো সিনথেটিক্সের ১১.৫৯ শতাংশ, খুলনা পাওয়ারের ১০.৮৪ শতাংশ, এমারেল্ড অয়েলের ১০.৫৮ শতাংশ, খান ব্রাদার্সের ১০.২৪ শতাংশ এবং আরামিট সিমেন্টের ৯.৭৭ শতাংশ শেয়ার দর কমেছে।
(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ০৩, ২০১৮)