ফের আলোচনায় বসতে প্রধানমন্ত্রীকে ঐক্যফ্রন্টের চিঠি
দ্য রিপোর্ট প্রতিবেদক : দ্বিতীয়বার সংলাপের জন্য আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
গণফোরামের সহ-সভাপতি আ হ ম শফিকুল্লাহ, গণফোরাম নেতা জগলুল হায়দার আফ্রিক ও মোশতাক আহমেদ চিঠি নিয়ে রোববার (৪ নভেম্বর) পৌনে ১২টার দিকে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে যান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সংলাপের চিঠিটি পৌঁছানোর জন্য তা গ্রহণ করেছেন আওয়ামী লীগ সভাপতির ব্যক্তিগত অফিস সহকারী মোহাম্মদ আলাউদ্দিন ও মাসুদুর রহমান।
ওই চিঠিতে ড. কামাল হোসেন বলেছেন, গত ১ নভেম্বর সংলাপ হয়েছিল। কিন্তু ঐক্যফ্রন্টের আলোচনা অসমাপ্ত রয়ে গেছে। এ জন্য আবারও আলোচনায় বসা জরুরি।
তিনি আরও লিখেছেন, ঐক্যফ্রন্টের সাত দফা নিয়ে সাংবিধানিক ও আইনগত দিক বিশ্লেষণের জন্য স্বল্প পরিসরে আলোচনা আবশ্যক।
তবে ওই চিঠিতে সংলাপের কোনও দিনক্ষণ প্রস্তাব করেননি ড. কামাল হোসেন।
প্রসঙ্গত এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে স্বল্পপরিসরে আলোচনা করার সিদ্ধান্তের কথা জানিয়েছে ঐক্যফ্রন্ট।
ফ্রন্ট সূত্র বলছে, সময় দিলেই নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে তোলা হবে। এ ক্ষেত্রে তিনি সময় না দিলে পরবর্তী সময়ে এ প্রস্তাব সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হবে।
এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ ও জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে সাড়ে তিন ঘণ্টাব্যাপী একটি সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগসহ ১৪ দলের ২২ সদস্য ও ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের ১৯ সদস্য অংশ নেন।
সংলাপে খোলামেলাভাবে অনেক বিষয় আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্ট ও আওয়ামী লীগ নেতারা। তবে বহুল প্রত্যাশিত সংলাপে সন্তুষ্ট নয় জাতীয় ঐক্যফ্রন্ট।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৪, ২০১৮)