এডিএন টেলিকমের বিডিং শুরু সোমবার
দ্য রিপোর্ট ডেস্ক : বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া এডিএন টেলিকমের বিডিং সোমবার (৫ নভেম্বর) শুরু হচ্ছে।
এ দিন বিকাল ৫টা থেকে শুরু হওয়া এবিডিং টানা চলবে ৭২ ঘণ্টা অর্থাৎ ৮ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ১৪ আগস্ট বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির বিডিংয়ের অনুমাদন দেয়।
কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ৫৭ কোটি টাকা উত্তোলন করবে। যা দিয়ে কোম্পানিটি ভৌত কাঠামো উন্নয়ন, ডাটা সেন্টার স্থাপন, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করা হবে।
৩০ জুন ২০১৭ পর্যন্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য দাঁড়িয়েছে ১৬.১৩ টাকা। আর কর পরবর্তী শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৫২ টাকা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজম্যান্ট।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৪, ২০১৮)