শীঘ্রই শুরু রামমন্দির তৈরি

দ্য রিপোর্ট ডেস্ক : রাম জন্মভূমি- বাবরি মসজিদ ইস্যুতে ফের মুখ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অযোধ্যায় রামমন্দির তৈরির কাজ খুব শীঘ্রই শুরু হবে বলে জানালেন তিনি। রাজস্থানের বিকানের-এ একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে জনতার উদ্দেশে তিনি বলেন, ‘‘এই বছর দিওয়ালিতে রামের নামে একটি আলো জ্বালান। খুব শীঘ্রই অযোধ্যায় রামমন্দির তৈরির কাজ শুরু হবে। দিওয়ালির পরই আমরা বিষয়টি নিয়ে নেমে পড়ছি।’’ খবর আনন্দ বাজারের
রাজনৈতিক মহলের বক্তব্য, এই মুহূর্তে রামমন্দির নিয়ে ঘরে বাইরে কিছুটা চাপেই গেরুয়া ব্রিগেড। সুপ্রিম কোর্টের আইনি জটে আটকে আছে রামমন্দিরের ভাগ্য। তা নিয়ে কট্টরপন্থীদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বিজেপি শিবিরকে। কেন্দ্রে ও রাজ্যে ক্ষমতায় থাকা সত্ত্বেও রামমন্দিরের কাজ কেন শুরু হল না, তা নিয়ে সরব কট্টরপন্থী হিন্দুত্ববাদীরা। মনে করা হচ্ছে, সেই ক্ষোভ সামাল দিতেই আক্রমণাত্মক মন্তব্য করলেন যোগী আদিত্যনাথ।
অবশ্য এর মধ্যেই উত্তরপ্রদেশ সরকার নিয়ে এসেছে রামের মূর্তির বিষয়টি। অযোধ্যায় সরযূ নদীর তীরে একটি ১৫১ মিটার উঁচু বসানোর তোড়জোড় করছে উত্তরপ্রদেশ প্রশাসন। উত্তরপ্রদেশ বিজেপি সূত্রের খবর, দিওয়ালির সময় পাকাপাকি ভাবে সেই ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অযোধ্যা পুরসভার মেয়র ঋষিকেশ উপাধ্যায়ের কথায়, ‘‘মাটি পরীক্ষার পরই জায়গা নির্বাচন করা হবে। তুলসীদাস ঘাটের কাছেই বসবে মূর্তি।’’
উত্তরপ্রদেশ বিজেপির তরফে জানানো হয়েছে, শুধু মূর্তি নয়, দিওয়ালির পর রামমন্দির নিয়েও নিজের পরিকল্পনার কথা জানাবেন আদিত্যনাথ। রামমন্দির নিয়ে এখনও আগ্রাসী বক্তব্য মন্তব্য চালিয়ে গেলেও রাজনৈতিক মহলের বক্তব্য, আইনি জটে আটকে থাকা রামমন্দির থেকে চোখ সরাতেই নির্বাচনের আগে রামের মূর্তির কথা সামনে আনল বিজেপি।
(দ্য রিপোর্ট/একেএমএম/নভেম্বর ০৫,২০১৮)