দ্য রিপোর্ট প্রতিবেদক : আগামী সংসদ নির্বাচনে আসন ভাগাভাগির দায়িত্ব প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির ওপর ছেড়ে দিয়েছেন ১৪ দলীয় জোটের শরিকরা।

রোববার (৪ নভেম্বর) রাতে গণভবনে শেখ হাসিনার সঙ্গে জোটের শরিকদের বৈঠক শেষে ১৪ দল মুখপাত্র আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এ কথা জানান।

তিনি বলেন, ১৪ দলের শরিকরা আসন বণ্টনের বিষয়টি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ওপর ছেড়ে দিয়েছেন। তিনি বিজয়ের সম্ভবনা বিবেচনা করে প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে ১৪দল পূর্ণ সমর্থন করে বলেও জানান তিনি।

মোহাম্মদ নাসিম বলেন, ১৪দল সংবিধানের অধীনের একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। নির্বাচন সংবিধানের অধীনে হতে হবে, সংবিধানের বাইরে যাওয়া যাবে না।

‌‘ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে ১৪ দল। আমরা বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। দল নির্বাচন এবং যে কোন চক্রান্ত, সব ক্ষেত্রে ১৪দল ঐক্যবদ্ধভাবে কাজ করবে।’

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ নির্বাচনে যাবো। সংবিধানের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন আমাদের দাবি।

এর আগে সোয়া আটটার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের শরিক নেতারা ১০টা পর্যন্ত বৈঠক করে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৫, ২০১৮)