কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় দুদল মাদকবিক্রেতার মধ্যে তথাকথিত ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (৫ নভেম্বর) রাত ৩টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের জিকে সেচ প্রকল্পের ৪-৫ নম্বর ব্রিজে মাঝখানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদকবিক্রেতা। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
ভেড়ামারা থানার ওসি খন্দকার শামীম জানান, উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের জিকে সেচ প্রকল্পের ৪-৫ নম্বর ব্রিজের মাঝখানে মাদক বিক্রি নিয়ে দুদলের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন গোপন সংবাদ আসে।
এর ভিত্তিতে পুলিশ চাঁদগ্রাম ইউনিয়নের জিকে সেচ প্রকল্পে যায়। এ সময় সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মৃতদেহ ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৫, ২০১৮)