পাকিস্তানের কাছে কিউইদের হোয়াইটওয়াশ
দ্য রিপোর্ট ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে আগুণে ফর্মে সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও টি-টোয়েন্টিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমান করল পাকিস্তান। তিন ম্যাচে টি-টোয়েন্টির শেষটিতে রোববার (৪ নভেম্বর) নিউজিল্যান্ডকে ৪৭ রানে হারিয়েছে তারা। এই ম্যাচের জয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে কিউইদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল পাকিস্তান।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরুতে ব্যাটিং শেষে পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ১৬৬ রানের জবাবে একাই ৬০ রান করেছিলেন কেন উইলিয়ামসন। কিন্তু দলের অন্যদের নাটকীয় বিপর্যয় শেষে ১৬.৫ ওভারে ১১৯ রানেই অলআউট হয়েছে নিউজিল্যান্ড।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটাই ছিল হতাশার। দলীয় ৪ রানে কলিন মানরোকে হারানোর পর ১৩ রানের সময় রানআউট হয়ে দলকে বিপদে ফেলেন কলিন ডি গ্র্যান্ডহোম। কেন উইলিয়ামসন এক প্রান্ত আগলে রাখলেও আরেক প্রান্তে ছিল ভাঙনের মিছিল। পাকিস্তানে বোলারদের তোপে ওপেনার গ্লেন ফিলিপস ২৬ ও ইশ সৌদির অপরাজিত ১১ ছাড়া আর কেউ দুই অঙ্কই ছুঁতে পারেননি। অধিনায়ক উইলিয়ামসন ৩৮ বলে ৮ চার ও ২ ছক্কায় ৬০ রানের সর্বোচ্চ ইনিংসটি খেলেন।
বল হাতে সর্বোচ্চ ৩টি উইকেট নেন সাদাব খান। এছাড়া ওয়াকাস মাকসুদ ও ইমাদ ওয়াসিম দুটি করে উইকেট পান।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৫, ২০১৮)