ঘূর্ণিঝড় ‘হাইয়ান’
ফিলিপাইনে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে
দিরিপোর্ট২৪ ডেস্ক : ফিলিপাইনে আঘাত হানা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হাইয়ানের তাণ্ডবে নিহতের সংখ্যা হাজারে পৌঁছেছে বলে জানিয়েছে রেডক্রস। খবর বিবিসির।
এছাড়া আরো দুইশ’ জনের মৃতদেহ পাওয়া গেছে বলে স্বেচ্ছাকর্মীদের সূত্রে জানিয়েছে রেডক্রস।
নিহতদের লাশ শহরের রাস্তায় পড়ে আছে বলে দেশটির সিভিল অ্যাভিয়েশন অথরিটির উপ-মহাপরিচালক ক্যাপ্টেন জন অ্যান্ড্রুস জানিয়েছেন।
বছরের সবচেয়ে শক্তিশালী এ ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ২৩৫ কিলোমিটার বেগে শুক্রবার সকালে ফিলিপাইনের পূর্বাঞ্চলীয় সামার প্রদেশের দক্ষিণ-পূর্ব গুইউয়ানে আঘাত হানে। ঘূর্ণিঝড়ের কারণে প্রায় ১২ মিলিয়ন মানুষ ঝুঁকিতে রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
এদিকে, হাইয়ানের কারণে দেশটির কয়েকটি এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্কুল ও অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। ফেরি ও স্থানীয় সব বিমান চলাচল স্থগিত করে দেওয়া হয়েছে। হাসপাতালের কর্মী ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান শুরু করতে প্রস্তুত রয়েছে।
চলতি সপ্তাহের শেষে হাইয়ান ভিয়েতনামে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
(দিরিপোর্ট২৪/কেএন/এসকে/জেএম/নভেম্বর ০৯, ২০১৩)