সোহরাওয়ার্দীতে ঐক্যফ্রন্টের সমাবেশ কাল
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার (৬ নভেম্বর) সমাবেশের অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
সোমবার (৫ নভেম্বর) ঐক্যফ্রন্টের একটি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়ে গেলে এ সমাবেশের অনুমতি মেলে।
বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ গণমাধ্যমকে জানিয়েছেন, সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার সমাবেশ করতে অনুমতি নিতে ডিএমপি কার্যালয়ে এসেছিলাম। তারা আমাদের অনুমতি দিয়েছেন।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে প্রতিনিধিদলটি ডিএমপিতে যায়।
জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে প্রতিনিধিদলে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ।
এদিকে ঐক্যফ্রন্ট গঠিত হওয়ার পর রাজধানীতে প্রথমবারের মতো সমাবেশ ঘিরে ব্যাপক শোডাউন করতে চায় বিএনপি।
এ লক্ষ্যে রাজধানী ও আশপাশের জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী সমাগমের প্রস্তুতি নিয়েছে দলটি।
এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে জানান, সমাবেশে লক্ষাধিক লোকের সমাগম ঘটবে।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৫, ২০১৮)