নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় শোয়ার ঘর থেকে স্বামী পরিত্যক্তা এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ নভেম্বর) সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ওই নারীর নাম জিন্নাতুন ওরফে জিন্না (৪২)। তিনি উপজেলার মীরপুর গোল্লাপাড়া গ্রামের মজিবর সরদার ওরফে গেনার মেয়ে।

স্থানীয়রা জানান, জিন্না স্বামী পরিত্যক্তা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বাবার বাড়ির কাছে ঘর নির্মাণ করে একাই বসবাস করে আসছিলেন। সকালে তার ভাতিজি ফারজানা ফ্রিজে রাখা মাছ আনতে গিয়ে জিন্নার গলাকাটা লাশ দেখে লোকজন ডাকে। পরে গ্রামবাসী এসে পুলিশে খবর দেয়।

মান্দা থানার ওসি মোজাফফর হোসেন জানান, ঘটনাস্থল থেকে গলাকাটা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোমবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৬, ২০১৮)