নেতাকর্মীদের গ্রেফতার না করার গ্যারান্টি দিতে হবে: মান্না
দ্য রিপোর্ট প্রতিবেদক: সরকার দাবী না মানলে রাজপথ প্রকম্পিত করে দাবী আদায় করা হবে। মুখে মুখে সংলাপ নয়, নিরপেক্ষ নির্বাচন এবং নেতাকর্মীদের গ্রেফতার না করার লিখিত গ্যারান্টি দিতে হবে। বললেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
মঙ্গলবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে এসব কথা বলেন তিনি।
কোরআন তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠের মধ্যদিয়ে সাত দফা দাবিতে দুপুর পৌনে দুটার দিকে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা শুরু হয়।
সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, খালেদা জিয়াসহ সব রাজবন্দির নিঃশর্ত মুক্তি এবং সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়।
জনসভায় সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা ৩টায় মঞ্চে উঠেছে ড. কামাল হোসেন।
এর আগে সভামঞ্চে উপস্থিত হন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বঙ্গবীর কাদের সিদ্দিকী, জাফরুল্লাহ, মাহমুদুর রহমান মান্না, আ স ম আবদুর রব, সুলতান মো. মনসুর, মোস্তফা মহসীন মন্টু, আবদুল মালেক রতন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান।
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম জনসভাকে কেন্দ্র করে উদ্যান, শাহবাগ ও রমনা এলাকাসহ পুরো রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।
গেলো সোমবার (৫ নভেম্বর) ডিএমপি থেকে ২৪টি শর্ত যুক্ত করে ঐক্যফ্রন্টের এই সমাবেশের অনুমোদন দেওয়া হয়।
(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ০৬, ২০১৮)