দ্য রিপোর্ট প্রতিবেদক: মন্ত্রিপরিষদ থেকে টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পাইনি। তবে আমরা যে কোনো নির্দেশনা পালনে প্রস্তুত আছি। নির্দেশনা পেলে এক ঘণ্টার মধ্যে প্রজ্ঞাপন জারি করা সম্ভব হবে।

মঙ্গলবার মন্ত্রিপরিষদের সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ কাজে সময় বেশি লাগে না। আমরা নির্দেশনা পেলে অল্প সময়ের মধ্যেই প্রক্রিয়া সম্পন্ন করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেবো। তবে আমাকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

তিনি বলেন, মন্ত্রিসভা ছোট হোক বা বড়, কার্যক্রম চলবে। মন্ত্রিসভার বৈঠকও নিয়মিত হবে। তাতে বর্তমান সরকারই ক্ষমতায় থাকুক আর নির্বাচনকালীন সরকার, যাই আপনারা বলেন না কেনো!

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রিসভার টেকনোক্র্যাট সদস্যদের পদত্যাগের নির্দেশ দেন তিনি।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ০৬, ২০১৮)