ইসির সঙ্গে বৈঠকে বসছে আ. লীগও
দ্য রিপোর্ট প্রতিবেদক: এবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগও নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকের ইচ্ছা প্রকাশ করেছে।
এই ইচ্ছা জানানোর পর দলটিকে সময় দিয়েছে ইসি। বুধবার বিকেল ৪টায় আওয়ামী লীগের সঙ্গে ইসির এ বৈঠকটি কমিশনের ভবনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।
এর আগে ইসির সঙ্গে বৈঠক করে জাতীয় ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তারা আলোচনা করেছেন। আওয়ামী লীগ ছাড়াও বুধবার সকালে জাতীয় পার্টির সঙ্গে বসবে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি।
সংবিধান অনুযায়ী আগামী ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। গত ৩১ অক্টোবর থেকে নির্বাচনকালীন সময়ের ক্ষণ-গণনা শুরু হয়েছে। তবে ডিসেম্বরের মধ্যেই ভোটগ্রহণ সম্পন্ন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এ জন্য গত ১ নভেম্বর রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানিয়েছে ইসি।
(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ০৬, ২০১৮)