প্রধানমন্ত্রীকে ‘গায়েবি’ মামলার তালিকা দিলো বিএনপি
দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশজুড়ে নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া ‘গায়েবি’ মামলা তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দিয়েছে বিএনপি।
বুধবার (৭ নভেম্বর) বেলা ১১টায় ঐক্যফ্রন্ট-প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিতীয় দফা বৈঠকের আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ তালিকা তুলে দেওয়া হয়।
এ সময় বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু,নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম,আইনজীবী অ্যাডভোকেট জিয়াউদ্দিন মোল্লা,চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার,শরিফুল ইসলাম লিটন উপস্থিত থেকে তালিকা প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত কর্মকর্তা আব্দুল হামিদের হাতে তুলে দেন ।
গত ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকে নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলার বিষয়টি তোলেন জোটের নেতা-কর্মীরা। এ সময় প্রধানমন্ত্রী তালিকা চান। তালিকা পেলে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি। এর পরিপ্রেক্ষিতে নেতা-কর্মীদের বিরুদ্ধে হওয়া মামলার তালিকা দিলো বিএনপি।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৭, ২০১৮)