ঐক্যফ্রন্টের পদযাত্রা স্থগিত
দ্য রিপোর্ট প্রতিবেদক : পদযাত্রা করে রাজশাহীর সমাবেশে যোগদানের কর্মসূচি ঘোষণা করার কয়েক ঘণ্টা পরই তা স্থগিত করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।
বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে পদযাত্রা স্থগিতের কথা জানান ঐক্যফ্রন্টের শরীক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, আলোচনা সাপেক্ষে বৃহস্পতিবারের রোডমার্চ কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
তবে রোডমার্চ বা পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হলেও আগামী শুক্রবার রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ হবে বলে জানান রিজভী।
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীসহ ক্ষমতাসীন জোটের সঙ্গে সংলাপের পর জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'সংলাপে সমাধান না আসলে সেই দায়-দায়িত্ব সরকারের ওপরই বর্তাবে। সাত দফা আদায়ের জন্য আমরা আন্দোলনে আছি। কাল পদযাত্রা হবে। পরশু রাজশাহীতে সমাবেশ।'
মির্জা ফখরুল পদযাত্রার কর্মসূচি ঘোষণা করার কয়েক ঘণ্টা পরই বিএনপির আরেক নেতা তা স্থগিতের কথা জানালেন।
(দ্য রিপোর্ট/একেএমএম/নভেম্বর ০৭,২০১৮)