শটসার্কিটের আগুনে জয়পুরহাটে নিহত ৮
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লেগে একই পরিবারের আট সদস্য মারা গেছেন।
বুধবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের আরামনগর এলাকায় একটি বাসায় এই আগুন লাগার ঘটনা ঘটে।
নিহতরা হলেন-আরাম নগর এলাকার দুলাল হোসেন, তার স্ত্রী মোমেনা, তার ছেলে মুমিন, মেয়ে বৃষ্টি, হাসি, খুশি, মুমিনের ছেলে শিশু নূর এবং মোমেনার শাশুড়ি।
জয়পুরহাট ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সিরাজুল ইসলাম জানান, রাতে মোমেনা বাসায় রাইস কুকারে রান্না করছিলেন এসময় সেটির বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। প্রায় সঙ্গে সঙ্গেই পুরো বাড়ি পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলেই মারা যান পরিবারটির তিন সদস্য। পরে গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পথে মারা যান আরও চারজন।
পরে বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকালে মারা যান গুরুতর দগ্ধ দুলালও।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৮, ২০১৮)