নির্বাচন নিয়ে চক্রান্ত করে লাভ নেই: নাসিম
দ্য রিপোর্ট প্রতিবেদক: নির্বাচন নিয়ে আর চক্রান্ত করে আর কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, ‘আমরা যদি ভালো কাজ করি, নিশ্চয়ই জনগণ আমাদের সমর্থন করবে।’
বৃহস্পতিবার পাঁচ হাজার ৯২ জন সিনিয়র স্টাফ নার্সের চাকরিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জনগণকে সঠিক সেবা দেওয়ার জন্য নতুন এই নার্সদের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ‘রাজনীতিতে ভিন্নমত থাকতেই পারে।’ অহেতুক সংঘাতের পরিবেশ সৃষ্টি করে মানুষকে উদ্বিগ্ন না করারও আহ্বান জানান তিনি।
মোহাম্মদ নাসিম বলেন, ‘আমরা যদি ভালো কাজ করি, নিশ্চয়ই জনগণ আমাদের সমর্থন করবে। জনগণ যদি আমাদের কাজে সন্তুষ্ট না হয়, তাহলে উনারা আমাদের সরিয়ে দেবে। অসুবিধা কী। ভোটের মাধ্যমে সরিয়ে দেবে। সে জন্য বলতে চাই, নির্বাচন এসে গেছে। আপনারা নির্বাচনে আসেন। অন্য কোনো পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবেন না দয়া করে। একবার ২০১৪ সালে করে ব্যর্থ হয়েছেন।’
সংবিধানের বাইরে যাওয়ার কোনো পথ নেই জানিয়ে মোহাম্মদ নাসিম জনগণের ওপর আস্থা রেখে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানান।
(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ০৮, ২০১৮)