দিরিপোর্ট২৪ প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীতে শনিবার সকালে বিআরটিসির একটি দোতলা বাস এবং অপর একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় শিবিরকর্মীরা। এতে বাস দুটি সম্পূর্ণ ভস্মীভূত হয়।

প্রত্যক্ষদর্শী জানায়, সকাল সোয়া ৯টায় রাজধানীর যাত্রাবাড়ীতে একটি ঝটিকা মিছিল বের করে ছাত্রশিবির (দক্ষিণ) কর্মীরা। এ সময় তারা মিছিল থেকে ৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং বিআরটিসির একটি দোতলা বাস ও অপর একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়।

ঘটনার পর ওই এলাকা থেকে অবিস্ফোরিত অবস্থায় ৮টি ককটেল উদ্ধার করে পুলিশ।

ওয়ারী জোনের ডিসি ইলিয়াস শরীফ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঘটানোর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনা ছাত্রশিবির না বিএনপির কর্মীরা করেছে তা জানা যায়নি।

এদিকে সকাল সোয়া ৯টার দিকে উত্তর বাড্ডা বাসস্ট্যান্ডে ১৫-২০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় একটি বাসেও আগুন দেয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

একই সময় মেরুল বাড্ডায়ও একটি হিউম্যান হলারে আগুন দেয় দুর্বৃত্তরা।

(দিরিপোর্ট২৪/ডি/এএস/জেএম/নভেম্বর ০৯, ২০১৩)