নরসিংদীতে বাবাকে রড দিয়ে পিটিয়ে হত্যা
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে মাদকাসক্ত ছেলের হাতে করিম মিয়া (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নরসিংদী পৌর এলাকার চৌয়ালায় শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত করিম মিয়া একজন মুদি দোকানি। মাদকাসক্ত ছেলে মামুন ঘটনার পর থেকে পলাতক।
স্থানীয়রা জানান, সকালে মামুন তার মায়ের কাছে মদকের জন্য টাকা চেয়ে না পেয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় করিম মিয়া মামুনকে ধমক দেন। এতে মামুন ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে দিয়ে করিম মিয়াকে এলোপাথারি পেটানো শুরু করেন। এ সময় ছেলের হাত থেকে বাচঁতে করিম মিয়া দৌড়ে ঘর থেকে বাহির হয়ে ঢাকা-নরসিংদী সড়কে আসলেও রেহাই পাননি। মামুন তাকে ধাওয়া করে সড়কের ওপর পিটিয়ে হত্যা করেন। এ সময় আশপাশের লোকজন ছুটে আসলে মামুন পালিয়ে যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. সালাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘাতক মামুনকে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।
(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ০৯, ২০১৮)