তফসিলের পর আন্দোলন কর্মসূচি নির্বাচনী আইন লঙ্ঘন
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজশাহীর সমাবেশে বিএনপির বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এটা নির্বাচনী আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তারা যে বক্তব্য রাজশাহীতে দিয়েছেন, সেই বক্তব্য তফসিল ঘোষণার পরে কেউ দিতে পারেন না।
তিনি বলেন, গরম গরম ভাষণ, আন্দোলন কর্মসূচি দেওয়া, নির্বাচনের আইন এবং আচরণ বিধির সুস্পস্ট লঙ্ঘন।
শনিবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
নির্বাচনকে সামনে রেখে আওয়ামী শিবিরে উৎসব থাকলেও বিএনপিতে কোন উৎসব না থাকার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে কাদের বলেন, বিরোধী শিবিরে উৎসব কেন নেই, তা জানি না। তবে তারা নির্বাচনে অংশ নিচ্ছেন, এ ব্যাপারে সন্দেহ নেই, সংশয় নেই। আমরা আশাবাদী।
জোটবদ্ধভাবে নির্বাচন করতে চাইলে তিন দিনের মধ্যে ইসিকে জানানোর বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, মেরুকরণ সমীকরণ চলছে। আমরা সময় চাইবো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন. আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সস্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১০, ২০১৮)