টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারে টেকনাফে ইয়াবা কারবারী দুগ্রুপের ‘বন্দুকযুদ্ধে’ জিয়াউল বশির শাহীন ওরফে শহীদ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত শাহীন তালিকাভূক্ত ইয়াবা কারবারী। এ সময় অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৯ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার হ্নীলা দরগাপাড়াসংলগ্ন আশ্রয় কেন্দ্র এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত জিয়াউল বশির শাহীন ওরফে শহীদ উপজেলার হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার ছৈয়দ আহমদ প্রকাশ ছৈয়তুরের ছেলে।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস জানান, রাত আড়াইটার দিকে হ্নীলা দরগাপাড়াসংলগ্ন আশ্রয় কেন্দ্র এলাকায় ইয়াবাকারবারী দুগ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে এমন গোপন খবর আসে।

এর ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গেলে ইয়াবা কারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে ইয়াবা কারবারীরা পিছু হটে।

পরে ঘটনাস্থলে একজনের গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে তিনটি দেশীয় তৈরি অস্ত্র, ১৮ রাউন্ড কার্টুজ, ১৩টি খোসা ও ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নিহত যুবককে উদ্ধার করে থানায় নিয়ে গেলে জিয়াউল বশির শাহীন ওরফে শহীদ বলে শনাক্ত করেন স্থানীয়রা। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসময় পুলিশের কনস্টেবল আজিজ (২৩), মেহেদী হাসান (২১) ও হেলাল (২২) আহত হয়। তাদের উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনায় পুলিশের ওপর হামলা, ইয়াবা ও অবৈধ অস্ত্রসহ পৃথক মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১০, ২০১৮)