আশুলিয়ায় বড় ভাইকে হত্যার পর থানায় আত্মসমর্পণ
সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইকে কুপিয়ে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন ছোট ভাই।
রোববার (১১ নভেম্বর) ভোরে আশুলিয়ার কাঁইচাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাই আবু তাহেরকে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই জাহেদ আলী।
পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়। এ ঘটনার পর ছোট ভাই আশুলিয়া থানায় গিয়ে অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে।
আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক বলেন, বড় ভাইকে হত্যা করে ছোট ভাই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। তাকে রোববার আদালতে পাঠানো হবে। এ ঘটনায় আশুলিয়া থানায় হত্যা মামলা করা হয়েছে বলে জানান ওসি।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১১, ২০১৮)