লোহাগাড়ায় ছাত্রলীগ নেতার উপর হামলা
উপজেলা চেয়ারম্যানসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামে ছাত্রলীগ নেতার উপর হামলার ঘটনায় উপজেলা চেয়ারম্যানসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আহত ছাত্রলীগ নেতা মোক্তারের মা নুরুন্নাহার বেগম বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলাটি দায়ের করেন।
লোহাগাড়া থানার ওসি মোঃ শাহাজাহান জানান, বৃহস্পতিবার বিকেলে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান, ভাইস চেয়ারম্যান নুরুল আবছার, মহিলা ভাইস চেয়ারম্যান গুলশান আরা বেগমসহ ২৬ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের হয়।
রবিবার লোহাগাড়ার সাতগড় গ্রামে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য মানিক।
(দ্য রিপোর্ট/কেএইচসি/এসবি/ এনআই/মার্চ ০৬, ২০১৪)