খুলনা পাওয়ারের লেনদেনে স্থগিতাদেশ প্রত্যাহার
দ্য রিপোর্ট প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত খুলনা পাওয়ারের শেয়ার লেনদেনে স্থগিতাদেশ প্রত্যাহার করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
রবিবার (১১ নভেম্বর) স্টক এক্সচেঞ্জটির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে গত ৭ নভেম্বর শেয়ারটি লেনদেনে স্থগিতাদেশ দিয়েছিল ডিএসই।
ডিএসই অনুযায়ি, সামিট করপোরেশনের ঘোষণার মধ্যে এখনো ১ কোটি ৫৯ লাখ ৪ হাজার ৪৩৫টি শেয়ার অবিক্রিত রয়েছে। যেগুলো ব্লক মার্কেটে বিক্রয় করবে বলে ডিএসইকে জানিয়েছে সামিট করপোরেশন কর্তৃপক্ষ। এরইআলোকে খুলনা পাওয়ারের লেনদেনে স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ডিএসইর পরিচালনা পর্ষদ।
গত ৪ নভেম্বর খুলনা পাওয়ারের ১ কোটি ৮০ লাখ ৬৪ হাজার ২৩৫টি শেয়ার বিক্রির ঘোষণা দেয় কোম্পানিটির করপোরেট উদ্যোক্তা সামিট করপোরেশন। তবে শেয়ারবাজারের বর্তমান অবস্থায় এতো বড় বিক্রয় চাপ নেওয়ার সক্ষমতা নেই। যে কারণে বিনিয়োগকারীদের স্বার্থে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর ৯ ধারার ৭ উপধারা ও ডিএসই লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ৫০ (১) অনুযায়ি, খুলনা পাওয়ারের লেনদেন স্থগিত করা হয়েছিল।
(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ১১, ২০১৮)