ধানের শীষ পাচ্ছে কারা
দ্য রিপোর্ট ডেস্ক : কয়েক দিনের টানাপড়েনের পর নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই নির্বাচনী কার্যক্রম শুরু করেছে বিএনপি।
রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণার পরই দলের মনোনয়ন প্রত্যাশীদের জন্য সোমবার থেকে মনোনয়ন ফরম বিক্রির ঘোষণা দিয়েছে বিএনপি।
অন্যদিকে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে চিঠি দিয়ে জানানো হয়েছে তাদের দলীয় প্রতীক ধানের শীষ বিএনপি'র পাশাপাশি আরও সাতটি শরীক দল ব্যবহার করতে পারবে। খবর বিবিসির।
দলগুলো হলো এলডিপি, বিজেপি, কল্যাণ পার্টি, খেলাফত মজলিস, জাগপা, মুসলিম লীগ ও জমিয়তে ওলামায়ে ইসলাম।
অর্থাৎ এ দলগুলোর যারা জোট থেকে নির্বাচনে প্রার্থী হবে তারা ধানের শীষ প্রতীক নিয়েই নির্বাচন করবেন।
এছাড়া ঐক্যফ্রন্টে থাকা জাসদ (রব) ও আব্দুল কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগও চিঠি দিয়েছে নির্বাচন কমিশনকে।
জাসদ রব নেতা আব্দুল মালেক রতন বিবিসি বাংলাকে বলেছেন তারা তাদের দলীয় বা ঐক্যফ্রন্টের নির্বাচনী প্রতীক যা হবে সেটি ব্যবহারের কথা নির্বাচন কমিশনকে জানিয়েছে।
তারাও নির্বাচন কমিশনকে জানিয়েছে যে তারা তাদের নির্বাচনী প্রতীক গামছা বা ঐক্যফ্রন্টের প্রতীক ব্যবহার করবে।
তবে ঐক্যফ্রন্টের নির্বাচনী প্রতীক কি হবে বা তারা বিএনপির ধানের শীষ প্রতীক ব্যবহার করবে কি-না এসব বিষয়ের এখনো সুরাহা হয়নি।
বিএনপি মহাসচিব ও ড: কামাল হোসেন দুজনেই বলেছেন আলোচনার মাধ্যমে এটি দ্রুত সুরাহা করা হবে।
নির্বাচনে যাচ্ছে বিএনপি- এটি নিশ্চিত করে ঘোষণার পরই দলটির পক্ষ থেকে প্রার্থী নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে।
বিকেলেই এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন আগামীকাল সোমবার ও মঙ্গলবার বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয় থেকেই মনোনয়ন ফরম বিক্রি করবে দলটি।
আর মঙ্গলবার ও বুধবার মনোনয়ন ফরম জমা দেয়া যাবে।
ওদিকে বিশ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের পক্ষ থেকে নির্বাচনের তফসিল পেছানোর যে দাবি জানানো হয়েছে তার জবাবে সোমবার সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
(দ্য রিপোর্ট/একেএমএম/নভেম্বর ১১,২০১৮)