দ্য রিপোর্ট প্রতিবেদক : তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড ২০১৮-২০১৯ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রবিবার অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির ইপিএস আগের বছরের তুলনায় কমেছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, জুলাই ‘১৮ থেকে সেপ্টেম্বর’১৮ পর্যন্ত তিন মাসে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৬ টাকা। আগের বছর একই সময়ে যা ছিল ১.২৮ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস বেড়েছে ০.০২ টাকা বা ১.৫৬ শতাংশ।

এছাড়া কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য হয়েছে ৬৮.৫৪ টাকা ও শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ হয়েছে ০.১৬ টাকা ঋণাত্নক।
(দ্য রিপোর্ট/একেএমএম/নভেম্বর ১২,২০১৮)