সাংবাদিকদের জন্য বিএসইসি'র বিনিয়োগ শিক্ষা কর্মশালা সোমবার
দ্য রিপোর্ট ডেস্ক : দেশব্যাপী পরিচালিত বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের আওতায় সোমবার (১২ নভেম্বর) বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) একটি কর্মশালার আয়োজন করা হয়েছে।
ফিন্যান্সিয়াল লিটারেসি বিষয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করবেন পুঁজিবাজার বিষয়ে বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সংবাদ মাধ্যমের কর্মীরা।
সোমবার সকাল ১১টায় বিএসইসি’র মাল্টিপারপাস হলে এই কর্মশালার উদ্ভোধন করবেন কমিশনের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। কর্মশালায় সমাপনী বক্তব্য রাখবেন সিএমজেএফ এর সভাপতি হাসান ইমাম রুবেল। কর্মশালা চলবে বেলা ২টা পর্যন্ত।
দেশব্যাপী চলমান বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে পুঁজিবাজার বিষয়ে কর্মরত সংবাদ মাধ্যম কর্মীদের জন্য এই কর্মশালার আয়োজন করেছে বিএসইসি।
বাংলাদেশ সিকিউরটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের উপ-পরিচালক মো. ইউসুফ ভূইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১২, ২০১৮)