৪৫৭ রানে পিছিয়ে জিম্বাবুয়ে
দ্য রিপোর্ট প্রতিবেদক: মাহমুদুল্লাহ রিয়াদের ৩৬, মেহেদী হাসান মিরাজের অপরাজিত ৬৮, মুমিনুল হকের ১৬১ আর মুশফিকুর রহিমের অপরাজিত ২১৯ রানের ওপর ভর করে ৭ উইকেটে ৫২২ রানে দ্বিতীয় দিনে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ দল।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বোলাদের মধ্যে কাইল জার্ভিস পাঁচটি উইকেট তুলে নেন। টেন্ডাই চাতারা ও ডোনাল্ড টিরিপানো তুলে নেন একটি করে উইকেট।
রানের পাহারের সামনে জবাব দিতে নেমে ঠান্ডা মাথায় খেলেতে থাকনে দুই ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা আর ব্রায়ান চারি।
প্রায় ৯ মাস পর টেস্টে ফেরা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে বেশ ভালোভাবেই প্রতিহত করেন দুই ওপেনার। অভিষিক্ত পেসার খালেদ আহমেদের গতিকেও এড়িয়ে যেতে সক্ষম হন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। তবে প্রথম ম্যাচের ঘূর্ণি তাণ্ডব চালানো তাইজুল ইসলামের কাছে পরাস্ত হতে হয় সফরকারী অধিনায়ককে।
১৫তম ওভারের প্রথম বলে স্লিপে থাকা মেহেদী মিরাজের হাতে বল দিয়ে মাঠ ছাড়েন ৪৪ বলে ১৪ রান করা মাসাকাদজা।
এর পর আরও তিনটি ওভার হয়। দিন শেষে ১৮ ওভারে এক উইকেট হারিয়ে জিম্বাবুয়াইনদের সংগ্রহ ২৫ রান। ৪৮ বলে ১০ রান করে ক্রিজে আছেন চারি। ডান-হাতি এই ব্যাটসম্যানের সঙ্গে যোগ দিয়েছেন ডোনাল্ড টিরিপানো। ১৬ বল খেলে কোনো রান সংগ্রহ করতে পারেননি নাইট ওয়াচ ম্যান হিসেবে খেলতে নামা টিরিপানো। বাংলাদেশ থেকে এখনও ৪৫৭ রানে পিছিয়ে রয়েছে মাসাকাদজার দল।
(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ১২, ২০১৮)