দ্য রিপোর্ট প্রতিবেদক: লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির মনোনয়ন ফরম ১৩ ও ১৪ নভেম্বর বিতরণ করা হবে। মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হবে।আগামী বুধবার সন্ধ্যার মধ্যে ফরম পূরণ করে জমা দিতে হবে।

সোমবার বিকেলে এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এ তথ্য নিশ্চিত করেন।

শাহাদাত হোসেন বলেন, দলের পক্ষ থেকে কাদের মনোনয়ন দেওয়া হবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে বৃহস্পতিবার পার্টির পার্লামেন্টারিয়ান বোর্ডের সভায়।

সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ৩০ ডিসেম্বর ভোটের নতুন তারিখ ঘোষণা করেন।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের তারিখ ২৩ ডিসেম্বর ঘোষণা করা হয়েছিল। গেলো বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ১২, ২০১৮)