লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারি উপজেলার সাপটিবাড়ি ইউনিয়নের গিলাবাড়িতে জমি নিয়ে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

মঙ্গলবার (১৩ নভেম্বর) সকালে সাড়ে ৭টার দিকে উপজেলার সাপটিবাড়ি ইউনিয়নের গিলাবাড়িতে এ সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-আব্দুল জলিল মিয়া (৫৫), গোলাম রব্বানি (৪০) ও সহিদার রহমান (৫০)। তাদের বাড়ি একই এলাকায়।

আদিতমারি থানার ওসি মো. মাসুদ রানা জানান, উপজেলার সাপটিবাড়ি ও চিপারবাজার গ্রামের লোকজনের দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে দুগ্রামের লোকজন ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, এসময় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে জলিলের মৃত্যু হয়। এসময় আহত হন তিনজন। তাদের লালমনিরহাট সদর হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক আরও একজনকে মৃত বলে ঘোষণা করেন। পরে আরেকজনে মৃত্যু হয়। এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১৩, ২০১৮)