ইবির ‘এ’ ইউনিটের পাসের হার ৩১ শতাংশ
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতকে ভর্তি পরীক্ষার ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলে পাসের হার ৩১.৪৬ শতাংশ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দিকে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ে এ ইউনিটের সমন্বয়ক প্রফেসর ড. আ.ফ.ম আকবর হোসাইন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর কাছে ফলাফল হস্তান্তর করেন।
এ বছর ‘এ’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে মোট পরীক্ষার্থীর ছিল ১ হাজার ৯৯৭ জন। পরীক্ষায় উপস্থিতির সংখ্যা ছিল ১ হাজার ৭০৭ জন। এর মধ্যে পাস করে ৫৩৭ জন।
গত ৪ নভেম্বর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন বিভাগে ২৪০ আসনের বিপরীতে ১৯৯৬ শিক্ষার্থী ভর্তির আবেদন করেন।
ইউনিটের ফল ও এ সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www. iu ac.bd) থেকে জানা যাবে।
(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ১৩, ২০১৮)