খাশোগি হত্যার রেকর্ডিং শুনে সৌদি গোয়েন্দা কর্মকর্তাও মর্মাহত: এরদোগান
দ্য রিপোর্ট প্রতিবেদক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ‘সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার অডিও রেকর্ড সত্যিকার অর্থে এক বড় বিপর্যয়।’
তিনি বলেন, এক সৌদি গোয়েন্দা কর্মকর্তাও এ রেকর্ডিং শুনে মর্মাহত হয়েছেন।
তিনি বলেন, আমি ভেবেছিলাম তারা হেরোইন সেবন করেছেন, একমাত্র যারা হেরোইন সেবন করেন, তারাই এমন নির্মম হত্যাকাণ্ড ঘটাতে পারেন।
তুরস্কের সরকারদলীয় দৈনিক সাবাহের বরাতে মার্কিন গণমাধ্যম সিএনএন অনলাইন থেকে এ খবর জানা গেছে।
তবে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই অডিও রেকর্ডিং শোনা লোকজন বলেছেন, এতে নির্দেশনা ছিল যে কাজ শেষ এখন ‘তোমার বসকে জানাও’।
আমেরিকার গোয়েন্দা কর্মকর্তারা মনে করেন, এই বস হচ্ছেন- সৌদি সিংহাসনের উত্তরসূরি এমবিএস নামে পরিচিত মোহাম্মদ বিন সালমান।
প্রতিবেদনে বলা হয়েছে, হত্যাকারীদের ১৫ সদস্যের একটি দলকে ইস্তানবুলে পাঠানো হয়েছিল। খাশোগিকে হত্যার পর এই দলের এক সদস্য ফোনে কাউকে জানিয়েছেন, কাজ শেষ হয়েছে বা নির্দেশ কার্যকর করা হয়েছে।
এই একই ব্যক্তি দলের অন্য একজনকে বলেছেন, তোমার বসকে জানাও, নির্দেশ পালন করা হয়েছে। এটিকে খাশোগি হত্যায় মোহাম্মদ বিন সালমানের সম্পৃক্ততার সবচেয়ে জোরালো প্রমাণ হিসেবে দেখছেন গোয়েন্দা কর্মকর্তারা।
তবে রিয়াদ জানিয়েছে, মোহাম্মদ বিন সালমান কিংবা তার বাবা বাদশাহ সালমান এ অভিযান সম্পর্কে কিছুই জানতেন না। অডিও রেকর্ডিংয়েও এমবিএসের কথা উল্লেখ করা হয়নি।
(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ১৪, ২০১৮)