আ.লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কর্মসূচি বাতিল
দ্য রিপোর্ট প্রতিবেদক: আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ধানমন্ডি ৩/এ’তে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যে সাক্ষাৎকারগ্রহণ কর্মসূচি ছিল, তা বাতিল করা হয়েছে।
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনের প্রথম তফসিল ঘোষণার পরদিন শুক্রবার (৯ নভেম্বর) থেকে ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।
টানা ৪ দিন ৮ বিভাগের জন্য পৃথক পৃথক ৮টি বুথ থেকে সর্বমোট ৪ হাজার ২৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
শেষ দিনে ঢাকা বিভাগে ৯০টি, রাজশাহী বিভাগে ২৯টি, ময়মনসিংহ বিভাগে ১৮টি, রংপুর বিভাগে ২৬টি, সিলেট বিভাগে ৭টি, বরিশাল বিভাগে ৩০টি, চট্টগ্রাম বিভাগে ৮৬টি ও খুলনা বিভাগে ৪৬টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ১৪, ২০১৮)