সরকারি খরচে নির্বাচনি প্রচার চালাচ্ছে আ. লীগ: রিজভী
দ্য রিপোর্ট প্রতিবেদক: আওয়ামী লীগের পক্ষে সরকারি টাকায় বিজ্ঞাপনের মাধ্যমে নির্বাচনি প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘টেলিভিশন খুললেই দেখছি- অনেক চ্যানেলে ‘থ্যাঙ্ক ইউ পিএম’র অ্যাডভারটাইজমেন্ট চলতে থাকে। কিছু বিজ্ঞাপনের পর বোঝাও যায় না বিজ্ঞাপনদাতা কে? কিছু বিজ্ঞাপনের পর বোঝা যায় যে, বিজ্ঞাপনদাতা মন্ত্রণালয়।’ বুধবার (১৪ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ ধরনের বিজ্ঞাপন প্রচারের বিষয়ে প্রশ্ন তুলে রিজভী বলেন, ‘নির্বাচনি তফসিল ঘোষণার পর এ ধরনের বিজ্ঞাপন প্রচারে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে কি না? নির্বাচন সামনে রেখে এখন কেন সরকারি অর্থে এ ধরনের প্রচার চালু রাখা হচ্ছে? বিএনপির পক্ষ থেকে আমি এসব বিজ্ঞাপন বন্ধ করার জোর দাবি জানাচ্ছি।’
বিজ্ঞাপনগুলো দেশের মানুষের ট্যাক্সের টাকায় প্রচারিত হচ্ছে মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, ‘বিজ্ঞাপন প্রচার করে আওয়ামী লীগ ভোটের সুবিধা নেবে। এটা নির্বাচন আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে সরকারি টাকায় আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে। এর মাধ্যমে নির্বাচনি প্রচারণায় সমান সুযোগের বিধান লঙ্ঘন করা হচ্ছে। নির্বাচন কমিশন এসব দেখেও না দেখার ভান করছে।’
নির্বাচনের সময় গণমাধ্যমকে নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করতে চায় দাবি করে রিজভী বলেন, ‘ভোট কেন্দ্র থেকে সংবাদ মাধ্যমগুলোকে সরাসরি সম্প্রচার বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ নভেম্বর) রিটার্নিং অফিসারদের এ নির্দেশনা দেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।’
বর্তমান ইলেকশন কমিশন সরকারের ‘খয়ের খাঁ’ মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘সরকারের হুকুমে নানা নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিচ্ছে সরকার। এমনিতে একের পর এক কালাকানুন তৈরি করে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে সরকার। গণমাধ্যমের ওপর চলছে সরকারি নির্যাতনমূলক খড়গ। এছাড়া বিভিন্ন গোয়ন্দো সংস্থা প্রতিনিয়ত মিডিয়াকে ওয়াচ এর নামে ধমকিয়ে যাচ্ছে। ভোট ডকাতি ও ভোট কারচুপির খবর যাতে প্রকাশ না হতে পারে, ভোট সন্ত্রাসের খবর যাতে প্রকাশ না হতে পারে, সেজন্যই গণমাধ্যমকে সম্পূর্ণরুপে নিয়ন্ত্রণের জন্যই এ কঠোর নীতিমালা।’
নিরপেক্ষ কর্মকর্তাদের দিয়ে নির্বাচনি প্রশাসন না সাজালে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে না বলেও মন্তব্য করেন রিজভী।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, মুনির হোসেন, জাহেদুল আলম হিটু প্রমুখ উপস্থিত ছিলেন।
(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ১৪, ২০১৮)