দ্য রিপোর্ট প্রতিবেদক: নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে।

বেলা ১১টা ৫৮ মিনিটে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ মাহমুদুল কবিরের আদালতে খালেদা জিয়াকে হাজির করা হয়েছে।

শারীরিক অসুস্থতার কারণে কারাগার থেকে হুইল চেয়ারে করে আদালত কক্ষে হাজির করা হয়েছে বেগম জিয়াকে। এই কারাগারেই দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বন্দী রয়েছেন খালেদা জিয়া।

কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে দুর্নীতিতে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় নাইকো দুর্নীতি মামলাটি করেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ১৪, ২০১৮)