সাভারে একই পরিবারের ৪ জন দগ্ধ
সাভার প্রতিনিধি: সাভারে একই পরিবারের চারজন অগ্নিদগ্ধ হয়েছেন।
বুধবার গভীর রাতে বক্তারপুরের দক্ষিণ কাঞ্চনপুর এলাকায় মাজহারুল ইসলামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে সাভার মডেল থানার ওসি আবদুল আউয়াল জানান।
আহত মুদি দোকানদার মাজহারুল ইসলাম (৩৫), তার স্ত্রী সুমি আক্তার (৩০) মেয়ে সুমাইয়া আক্তার (৯) ও সুরাইয়া আক্তারকে (৫) সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাজহারুল বলেন, ‘দুর্বৃওরা বাড়ির একটি রুমের জানালার গ্লাস ভেঙ্গে একটি কাপড়ের টুকরায় আগুন ধরিয়ে তার ঘরে ফেলে দেয়।এ সময় পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে।’
পরে এলাকাবাসী গিয়ে আগুন নিভিয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি।
সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ওটি ইনচার্জ নাছির উদ্দিন জানান, দগ্ধদের ড্রেসিং করা হয়েছে।তারা শারীরিক অবস্থা আশঙ্কাজহনক নয়।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।
(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ১৫, ২০১৮)